পাহাড়ের নিচে মহিষ চরিয়ে 
যাচ্ছে দিন, ভাবছে রাখাল
এভাবে এই একঘেয়ে জীবন
আর কতদিন?

মন ছুটে যায় বারেবারে 
পাহাড়ের অন্য পাশে,
কি জানি কী আছে সেথা! 
পরখ করতে চায় নিজ চোখে।

বলতো সে— নিশ্চয়ই একদিন 
পায়ে পায়ে ডিঙাব এ পাহাড়
ওপারের যত অজানা 
নতুন জগত, করব আবিষ্কার।

বন্ধুরা সব, শোনে আর হাসে
অত বড় পাহাড়, এত ছোট মানুষ
অসম্ভব এ কাজ, কে না তা জানে।

কিছু কিছু মানুষ থাকে এ দুনিয়ায়
বিশ্বাস নেই যাদের লৌকিক যৌক্তিকতায়।
তাইতো অনির্বাণ আকাঙ্খায় একদিন 
সে পা বাড়ায়, চির অনিশ্চিত যাত্রায়।

তারপর দিন যায়, মাস যায়,
বছরের পর বছর যায় পার হয়ে
চিরতরে যেন হারিয়ে গেছে—
সে আসে না আর ফিরে।

বন্ধুরাও চলে যায় সব একে একে 
স্বাভাবিক সব নিয়ম মেনে, 
তাদের নির্ঝঞ্জাট পৃথিবী ছেড়ে
কেউ আর তাদের রাখেনি মনে
অথচ বেঁচে যায়, থেকে যায়
শুধু সেই দুর্বিনীত যাত্রার গল্পটা 
মানুষের মুখে মুখে, যুগ থেকে যুগান্তরে।

মার্চ ২০২৩