কখনো মাঠের শেষে, কখনো বনের পরে
কখনো নদীর পারে, কখনো ফুলের ঝাড়ে
কতো কতো চাঁদ ওঠে—নিত্য সাড়ম্বরে
তোমার চোখের গভীরে যে নির্জন চাঁদ
সে আমার একান্ত এক রূপালী ফাঁদ
সেই চাঁদে আলো থাকে, কালো থাকে না
জাদুকরী জোছনা থাকে, কলঙ্ক থাকে না
অক্টোবর ২০২৪