সময় সবসময় ক্ষমাহীন
জেনেও, কি প্রচ্ছন্ন প্রহেলিকায়
জীবন দিয়েছি সঁপে,
আকাঙ্খার সর্বগ্রাসী জঠরে।

ট্রেন্ডের ট্রেন তাড়া করে
ছুটেছি কত ব্যাকুল ঊর্ধ্বশ্বাসে
ঝলমলে সকাল থেকে নিকষ-প্রহর
ধীরে ধীরে গিয়েছি ভুলে 
শত সহস্র প্রতীক্ষার অমূল্য অবসর।

অফুরান ডেডলাইনের ডামাডোলে, 
অবিশ্রান্ত কেটেছে কত কাল, 
নিরেট-নিটোল ভ্রান্তির ভেতর
দেখা হয় না অনির্বাণ নক্ষত্র, তবু
প্রাণপণে বেয়ে যাই অযাচিত দাঁড়।

সময় সবসময় ক্ষমাহীন 
জেনেও, কি গভীর বধিরতায়!
জীবন করছি ক্ষয়, 
অলীক বৃত্ত পূরণের পৌনঃপুনিকতায়।

জানুয়ারি ২০২৪