আমি কবিতা লিখে বৃষ্টি নামাতে চেয়েছিলাম!
নিষিদ্ধ নেশায় মাতাল করা মোহনীয় বৃষ্টি
শিরায় শিরায় যার রিমঝিম শব্দ
চরাচর আচ্ছন্ন করা তুমুল বৃষ্টি
রন্ধ্রে রন্ধ্রে যার প্রবল স্পর্শ

আমি কবিতা লিখে বৃষ্টি নামাতে চেয়েছিলাম!
অনির্বাণ অঙ্গার নীহারশীতল করা অঝোর বৃষ্টি
বাতাসে বাতাসে যার সুতীব্র আঘ্রাণ
অনন্ত নিরয় নিভানো দুর্বিনীত বৃষ্টি
আকাশে আকাশে যার অমোঘ উপস্থিতি

আমি কবিতা লিখে বৃষ্টি নামাতে চেয়েছিলাম
যে বৃষ্টি ডেকে আনে অথৈ প্লাবন
যে প্লাবনে ধুয়ে যায়, মুছে যায়
আমার সাধ, সাধের সমাধি সব
ভেসে যায়, মিশে যায়,তলিয়ে যায়
বোধের অতীত কোনো অচেনা আঁধারে…….

এমন এক বৃষ্টিতেই আমি ভিজতে চেয়েছিলাম!


নভেম্বর ২০২৩