সং সেজে সংসদে
মাফিয়াদের পাপেট
বছর ঘুরে আনলো আবার
হরিলুটের বাজেট
ঋণখেলাপির স্বর্গভূমি
হয় না তাদের সাজা
সাধারণের সমস্ত দায়
সকল কাজে বাধা
মূল্যস্ফীতির চাপে যখন
দিশেহারা মানুষ
বেগম পাড়ায় উড়ছে তখন
কালো টাকার ফানুস
বিদ্যুতেরই বাহানায়
সাগর-পুকুর চুরি যায়
দালাল জমায় টাকার পাহাড়
মোদের ঘরে জমছে আঁধার
সেই আধাঁরে লুকিয়ে থেকে
নোংরা হাতে ধরছে চেপে
তোমার আমার টুঁটি
যখন তখন দিয়ে দেবে
যাকে তাকে ছুটি
ভ্যাটের চাপে মারতে পিষে
মাফিয়াদের পাপেট
বছর ঘুরে আনল আবার
হরিলুটের বাজেট
জুন ২০২৪