আমি পারবো না , আমি পারবো না
সমাজ স্বীকৃত কিংবা বিজ্ঞানসম্মত
ভালো ছেলেরা যা পারে ............
ভালো ছাত্ররা যা করে ...............
আমি সেরকম কিছুই করতে পারবো না ।
আমি পারবো না, আমি পারবো না
ভালো ছেলেরা যা পারে ............
আমি তা পারবো না ।
রক্তের উষ্ণতায় বরফ ঢেলে দিতে
সংবিধান থেকে স্বাধীনতার শেষ চিহ্নটুকু মুছে
চিত্তকে বেঁধে দিতে পরাধীনতার নিশ্চিত নিয়মে
সমাজ স্বীকৃত গৃহপালিত ভালোদের মতো , আমি পারবো না ।
আমি পারবো না ………………….
ভালো ছাত্ররা যা পারে .........
আমি তা পারবো না ।
আমি পারবো না -
প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বেঞ্চে বসতে
পারবো না একগাদা তত্ত্বকথা লিখে, জটিল
গাণিতিক সমীকরণ কিংবা ইলেক্ট্রিক সার্কিট
সমাধান কোরে পরীক্ষার খাতা ভরে ফেলতে ।
পারবো না-
পাঠ্যপুস্তকের সংকীর্ণ সীমায় সীমাবদ্ধ করতে
আমার একান্ত ব্যক্তিগত গ্রহটিকে
যেখানে আমার জন্য আছে সবুজ ,আছে নীল
আছে বৃষ্টির কোলাহল , আছে জোছনার বর্ষণ অবিরল
আছে পাহাড় আর তার পায়ের নিচে নদী
আর আছে তোমার জন্য .....................
আমি পারবো না, কিছুতেই পারবো না
বাস্তবতার বুল্ডোজারে পিষ্ট হয়েও
মেঘস্পর্শী স্বপ্নঘুড়িটার সুতো গুটিয়ে নিতে ,
পারবো না –
ইচ্ছের দুরন্ত ডানা দুটি দুমড়ে মুচড়ে
আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলতে ,
অবোধ বোধের চেতনার বুকে স্বার্থপরতার পেরেক ঠুকে
বোলতে পারবো না আমিই জয়ী , আমিই সফল ।
আসলে আমি পারি না। আসলেই পারি না ।
কোনোদিন পারবো না ,আমি জানি।
সমাজ স্বীকৃত কিংবা বিজ্ঞানসম্মত
ভালো ছেলেরা যা পারে ............
ভালো ছাত্ররা যা করে ...............
আমি সেরকম কিছুই করতে পারবো না ।
কারো জন্য অথবা কোন কিছুর বিনিময়েও না ।
কারণ আমি এটাও জানি –
আমিত্বের সাথে আপোস চলে না ।