সামষ্টিকতা ছাড়া ব্যক্তি মানুষ মূল্যহীন,
একাকীত্বে জীবন নয় সময় অর্থহীন ।

সমাজ আজ আত্মকেন্দ্রিক বহুলাংশ,
একে অন্যোর চেয়ে কম নয় কোন অংশে।
কী সমাজে বসবাস অনুদার সংকীর্ণ,
আবদ্ধতায় দৃষ্টিসীমা হয়ে পরেছে জীর্ণ।

সমাজে একে অন্যের উপরে নিচ্ছে চোখ,
খুচিয়ে মারছে, পুড়িয়ে মারছে, নেই পিঠ বুক।
হারাচ্ছে সবে মানবতা, নেই করুনার আলোড়ন,
মানবরাই মানবতাহীন ধরে রাখছে জীবন।

আত্মপ্রেম আজ সবাই কে পেয়ে বসেছে,
নিজের সুখ বিকাশ, প্রকাশে, সবে মেতে উঠেছে।
ব্যস্ত সমাজে নিঃশ্বাসের ও নেই অবসর,
মন বড় হওয়ার জন্য চাই বড় পরিসর।