কতদিন হয় তুমি নেই ।
দুজনের হাত একসাথে হয় না।
রুক্ষ চুলে  তোমার কোনো স্পর্শ নেই।
আজকাল কেনো যেনো দমবদ্ধ লাগেছে,
মনে হয় কি যেনো বুকের উপর চেপে বসেছে।
প্রতিটি মুহুর্তে মনে হয় আমি যেন মরে যাচ্ছি।
চোখের সামনে সবকিছু ভেসে উঠছে।
তোমার আমার সেই প্রথম ফাল্গুন বা বৃস্টিতে ভেজা।
মনে আছে প্রথম তোমার সাথে আমার যেদিন দেখা,
তুমি কী বলেছিলে?
কবে বলেছিলে মনে আছে?
ভুলে গেছো মনে হয়।
সেই ফাল্গুন, বসন্তের সেই দিনের কথা।
আমি কিন্তু কিচ্ছু ভুলিনি,
যেদিন ভুলে যাবো সেদিন মনে রেখো আমার কিচ্ছুটি মনে নেই।
আমি আর বেঁচে নেই।