সেদিন যখন তুমি কাছে এসে বসলে কয়েক মুহূর্তের জন্য মনে হলো আমার জগৎ বুঝি থেমে গেলো।
আজ হাতে হাত নেই শরীরে তোমার কোনো স্পর্শ লাগেনি,
তবুও কেনো মনে হলো কী যেন আঁকড়ে ধরে আছে আমার বুক।
সাহস করে উঠতে পারছিলাম না, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তবুও সামলে নিয়ে কথোপকথন এগিয়ে নিলাম।
নিজেকে কষ্ট দিয়ে হলেও বললাম, ভালো আছি।
তোমার গন্ধটা কেমন যেন বদলে গেছে।
চন্দনের গ্রানটা আর নেই, খুব বোধ হয় গোলাপের সুভাষ পেলাম।
গায়ে দেয়ার সুগন্ধি বদলিয়েছো বোধ হয়,
ধুর আমি কেমন ভুলো মনা আমার ত তা জানার অধিকার নেই।
আমার তুমি আজ অন্য কারো।