সিলেটের আঞ্চলিক ভাষায় লেখার চেষ্টা করেছি,
কোনো সময় রৌদ্র তাপে ভাবছি না,
ভেতরটা এত শক্ত হয়ে গেছিল তখন।
যখন মন পুড়া আয়নায় কান্নার পানি,
গড়াত দুচোখ বাইয়া গালও যখন।
কালা কফি খাইলে এখনো মনও হয়,
হেদিন কত বোকা ছিলাম তোমার কাছে।
শীতর ব্যলকুনিত শিশির বিন্দুত রইদ পড়ে,
এখন আমার সুসময় হাসে সবর কাছে।