শতবর্ষ পরে পরে তোমার কবিতা খানি,
আগ্রহ আর বিষ্ময় জাগানিয়ায় জাগ্রত।
কবি তোমার বিদ্রোহের বার্তা হৃদয়ের সুর,
কি অদ্ভুত একটা ব্যাপার করে না আশাহত।
দেখ এখানে বাস্তবতা বড়ই রূঢ় হয়ে দাড়িয়ে,
ওমন বিদ্রোহী কথার বুলিতে জগত গেছে গেতে।
ফটকের বারান্দায় দাঁড়িয়ে জানালার পাশে,
শুকনো পাতার নূপুর পায়ে গানের ধব্বনিতে।
কিছু নিরব প্রশান্তি বয়ে যায় দক্ষিণা বাতায়নে,
অনুপ্রেরণায় অনুপ্রাণিত কথায় আলোকিত করে।
শতবর্ষ পরে হে বিদ্রোহী কবি ভরে রেখছ সাহিত্য,
ভালবাসায় মুড়িয়ে দিয়েছ যতনে আপন করে।
যুগ থেকে যুগ কাল স্থানান্তর সবকিছু ছাড়িয়ে,
আজও প্রানবন্ত চমৎকার সব কবিতা খানি।
সতেজতার ভরা প্রাণের স্পন্দন উৎসুক,
কবি তোমার কবিতার সব অমর বাণী।
তাং১৯/০৫/২০২০