কবে আসবে মনের এ আঙ্গিনা মাড়াতে,
অপেক্ষা প্রহরে নিরব তন্দ্রাছন্ন পিয়াল।
অভিমানি হাওয়া ঝরে ঝরে ক্লান্ত শ্রান্ত,
তুমি তো ভুলেই আছ বেশ নেই সে খেয়াল।।
খোলা চুল বারান্দার ফুল গুলো যে বুঝে,
উপচে পড়া চাঁদের আলো তোমায় খুঁজে।
বরাবরই চুপ থেকেছি আর দেখেছি কেবল,
রঙ বাহারি সব প্রেমে বলয় মিষ্টি কথার মাঝে।।
ছোট ছোট অনুভূতির মায়া জড়ানো জাল,
দিয়েছে ভাবনার অতলে সুখাছন্ন অনুভব।
ঘুম ঘোর প্রান্তে কপল ছোয়া সেই স্পর্শ,
তুমি নিভৃতে পাশে আছ বলে বাড়ে মনের বল।।
আদৌ কি তুমি হৃদয়ে বেধেছ আমায় নিয়ে ঘর,
নাকি মোহ বলে ভালোবাসা গেছে ক্ষয়ে ।
কত শত রমনীর ভিড়ে সুন্দর্য হারিয়ে গেছে
স্বপ্ন বুনা সেই মুখের ভাজে সিগ্ধতা পড়েছে নুয়ে।