শোনও,
আমি ব্যর্থ নিজেকে বদলাতে পারি নি,
রাগ অভিমান মনের কুঠিরে জমা করি নি।
সব মেয়ের মত বোকা কান্না করতে জানি না,
ভীষণ রকম একটা জেদি।
চট করে বলে দিয়েছি সব অনায়াসে,
রাগ অভিমান দেয়ালের ওপাশে রেখে হয়তো
বাঁচা যায় কিন্তু আমি তা পারি নি।
পাহাড় সমান অভিযোগ নিয়ে দাড়াতে পারব না,
হয়তো তাই বুঝে  চুপ করে সরে দারিয়েছ।
কখনো বলি নি বদলে যাও চেয়েছি শুধু,
কিছু একটা বল মন খারাপের মূহুর্তে আশ্যস্ত কর।
একটা কিছু বললে এমন কি আর হবে।
রিক্ত করি বলে যদি তিক্ত হও তাহলে কথা বলা,
হয়তো একদিন বন্ধ হবে বলবে বেচে গেছি বেশ।
ব্যস্ততার বায়নায় রাগ কেউ আর উগ্রে দিবে না,
যদি ভাবও ভালো থাকা যায় ধরে রেখ এই রেশ।