শীত যেন যায় যায় অমনি এক প্রভাতে,
দেখা হলো তোমার সাথে প্রথম আমার।
বসন্তের আগমনী বার্তায় ভরে গেছে পল্লব,
বাতায়নে মৃদু হাওয়া জড়িয়েছে তোমার।
এ শীতে মাড়াইনি কোনো ভেজা দূর্বা ঘাস,
আমাদের পুকুরের হংসমিথুনের খেলা।
আনমনে ব্যস্ততার ঘুরে কাটছে সময়,
তুমি আসলে অধীর এই গৌধুলি বেলা।
উষ্ণতার স্পর্শে সিক্ত তোমার পাজর,
আমার কপল চুয়ে যায় তোমার ভালবাসা।
নিরবে যতনে অদেখায় বুনেছ যত স্বপ্ন,
জীবন তরীতে ভাসাব আমাদের শত আশা।