ওগো প্রিয় এই বষর্ণ মূখর,
 ক্ষণে দিও চুয়ে জল।
যেন না ঝরে নয়নে অশ্রু,
হৃদয়ে বিরহের ভুল।

আমি মনের গহীনে জ্বালিয়ে,
রেখেছি যে আলো।
সেকি শুনতে পাও না তুমি,
মধুর দাহ্যে বেসেছি যে ভালো।
 
কাছে এসে পূর্ণ কর আমায়,
প্রিয় এই বষর্ণ সন্ধ্যায়।
নিভৃতে অধর ছোয়াও তুমি,
আখি যুগলে দুরন্ত তৃষ্ণায়।