তার মধ্যে ভরসার তেষ্টায়
চাপ দিয়ে আমি ভালোবাসার,
জলে ভিজবো না।
কিঞ্চিৎ ভাবনার জ্বাল উড়িয়ে,
নির্রবতায় কাটুক না
কিছু এমন তো না।।
যে তুমি না হলে চলবে না,
তোমার হোমওয়ার্কের রিক্ততা
আবদ্ধ নই শুধু পাতায়।
চায়ের ধুয়া উঠা পেয়ালায়,
আমার উদাসী চোখ আকাশ পানে
তোমাকে কি পুড়ায়??
নাকি মোহ বলেই উঁকি যুকি,
প্রেম ফুরালেই বাকি।
গুটিয়ে ফেলা তোমার চলা।
তেজস্কর প্রণয়ী দীর্ঘ রজনী,
প্রেম তো উড়নচণ্ডী
ভুলে যাবে ক্ষয়ে যাবে ফলা।।
ভালোবাসা বইকি তুমি বুঝবে
হয়তো হ্যাঁ কিংবা না,
স্রোতের বিপরীতে দেরিতে।।
যখন এ আঁখিতে জায়গা নিবে,
কারো দূরন্ত আঁখি যুগল
পড়ে যাবে যে মায়াতে।।