পুড়েছ কি প্রেমের রোদ্দুরে বর্ষনে সন্ধ্যায়?
রক্তিম আভায় কৃষ্ণচুড়া হার মানে তোমায়।
তোমারই এলোমেলো কালো কেশে দুলে,
মনের কোণে উতাল পাতাল ঢেউ তুলে যায়।
উদাসী বাতায়নে বিরহ বহে যতনে নিভৃতে
লাল চোখের অশ্রুশিক্ত আত্রনাদের ধ্বনিতে।
কেঁপে উঠে হৃদয়ের অব্যক্ত কথার যন্ত্রণা,
ছুঁতে চায় অধর অনুভূতির মায়ায় জড়াতে।
সে শুনুক কম্পিত ওষ্ঠে ভেসে আসা সেকথা,
কতটুকু ভালোবাসি তারে সেই অব্যক্ত ব্যথা।
বুঝুক এ শ্রাবণ নয় প্রেমের রোদ্দুরের দাহ্য,
তার অস্তির প্রলাপ অগোছালো যত কথা।
ভাসিয়ে দেয় এক অজানা ভুবনে তার সাথে
হাতের মুঠোয় চাঁদ ঢেউ দুলে জল ছোঁয়াতে।
শুদ্ধ কর এ ভালোবাসা পবিত্রতার পরশে,
অপেক্ষার অবসানে আবদ্ধ কর তোমাতে ।
পূর্ণ চাঁদের রশ্নিতে মৌন্যতা ঘেরা তোমার বদনে,
কান পেতে শুনব ওই বুকের ধুকপুকানি গোপনে।
বাদর মাখা ওই মুখের মুগ্ধতায় রাঙ্গা হাসিতে,
সবকিছু থমকে আমি হারাব তোমাতে গহিনে।