পাগলা হাওয়ার তরে,
কোন বনের ফুল ঝরে পড়ে।
সেই আলোতেই দুলে,
তোমায় আমায় রাখল দূরে।
পুষ্প রাঙা চাঁদনি রাত্রে,
সে আসবে কবে এই বলে।
মন আমার উড়ে উড়ে
যায় অনুভবে দুলে।
সাত সাগর আর দূর দেশ,
পাড়ি দিব দুজন মিলে।
রবে না আর চোঁখের আড়াল,
তুমি আমি এক হলে।
কোন বনের ফুল ঝরে পড়ে,
আমাদের পথের বাঁকে।
দুহাতে ভরে সকাল সাজে,
দিব তোমার কাজের ফাঁক।
ব্যস্ত দিনে তোমার রইবে পড়ে,
আমার সকল কাজ।
তার ফাঁকে ছুটাছুটি করবে,
ভালবাসার ছোট্ট রাজ।
কবু লাগবে না বলা,
ভালবাসি হে প্রিয়া।
অব্যক্ত কথার মাঝে বুঝি,
হারায় তোমার হিয়া।
২৪/০৭/১৯