ডাক পিয়নের বার্তায় এখন আর পত্র আসে না,
মনের জানালায় সেই পত্র আর পড়া হয় না।
মুঠোফোনে হারিয়ে গেছে সেই হলদে খাম,
চোখ বুলিয়ে পড়ে পড়ে আনন্দে হৃদয় হাসে না।
হারিকেনে মিটিমিটি আলো লিখা কথা প্রিয়,
আমায় কবে সাথে নিবে বলে পত্র দিও।
অশ্রু টলটল দুটি আঁখিতে ভালবাসার পরাখ মেখ,
নিশিতে আমায় ভেবে আনমনে হেসে নিও।
উড়ুজাহাজের শব্দে ভেসে আসে বার্তা,
এই বুঝি তোমার চিঠিটা আসবে অজান্তে।
আজ এ কেবল একটা স্বপ্নের মত বায়না,
শ্যামল প্রাণের উল্লাস বদলে গেছে এ প্রান্তে।
সাত সাগরের ওপার হতে বলবে চুপিচুপি কথা,
স্মার্ট ফোনের দু'প্রান্তে ভাসিয়ে প্রেমের ভেলা।
স্বপ্ন গুলো বুনে দুঃখ সুখে পাশাপাশি হাত ধরে ,
কাছে দূরে চলছে ভালবাসার আদান প্রদানের খেলা।