আমি তো ছেয়েছি যে আমার মাথায়
 হাত দিতে ভালবাসি বলুক।
আমার নিরব কান্না, উদাস মুখ
দেখে কপলে চুমু দিক।
 
স্বামী থাকতে আমি কেন?
এই যাতনার বিরহে পুড়ব।
তার মন কেন এতো কঠোর?
একাই হৃদয়ের হাহাকারে জ্বলব।

শুধু সময়ের অপেক্ষা,
সে ও ভাসবে অনলে যাতনায়।
দূরত্বে,সময়ে, অনুভবে,মায়ায়,
অনুভূতি ভাটা পড়বে বাস্তবতায়।

 আমিও প্রত্যাশা ছেড়ে দেব,
তার অভিব্যক্তি উপেক্ষিত হবে।
স্মৃতি গুলো গুমরে কাঁদবে,
 সে আবার আমায় ভালবাসবে।

উদগ্রীব ব্যাকুল তার নির্ঘুম রাত্রি,
নেত্রের লাল আবরণে বলা দুটো কথা।
প্রণয়ের অব্যক্ত বাণী চয়ন করবে,
পারবে সারাতে এই ব্যথা।

নাকি ব্যর্থ প্রেমিক হবে সে সেদিন!
বলতে ইচ্ছে হবে,তুমি বুঝলে না ।
কেন তুমি প্রিয়তম হয়েও আমার দিন গুলো??
আদরে যত্নে পূর্ণতায় ভরলে না।