উৎর্সগ আমার ছোট্ট বাবাকে
একি মায়া হাসিতে জড়ালে আমায়,
আমার পানে চেয়ে রাঙল নয়ন জোড়ায়।
বাঁধন হারা হৃদয় হরা ভালবাসিতে,
ভুবন জোড়ায় তার একটু হাসিতে।
আলোর ছটা পড়ল ছিটিয়ে এই ঘরে,
ছোট ছোট পাঁয়ের ছুটাছুটির ধ্বনিতে।
মাতবে সারা ঘরে বাবা বলে,
সবাই হবে দিশে হারা ছোট্ট খোকা।
একি হাওয়ায় বাজবে বাঁশি তার,
সোনামনির দুষ্টুমিতে দিবে দেখা।