কতক প্রেমে পাগল ছিলে বল
খুশি হতাম কেউ আছে বলে।
প্রেমের স্রোতে ভাসতে চাই নি,
সংকীণ্যতার ধুলোয় কপাট খুলে।
বায়নার কোনো বাহানা ছিল না,
ছিল না মিথ্যে বলয়ের জাল।
কি বলব এই বিরহে বসন্ত এলো,
যখনি বললে না, বহে মলয়ে দুল।
স্থীর চিত্তে ধু-ধু মরু হৃদয় বৃত্তে ,
একোন ঝড়ো হাওয়ায় ঝরে।
ভালো লাগা আর ভালোবাসা,
যায় ভুল হয়ে খুব করে।
প্রনয় চাইতে পারো তবে কেন?
ঘর বাঁধতে নয়,রঙ্গিন এ বসন্তে।
দহ্যের গা ভাসা জোয়ার পটে
বেঁচে গেছে মন অজান্তে।