যার হাত রক্ত পিপাসায় কাতর,
তার মন কি করে বুঝবে এক মায়ের স্বপ্ন
সারা রাত্র জাগা সন্তানের জন্য,
আমরা মানুষ আজ প্রায় বন্য।
হিংস্র মাংসাশী নেশায় মত্ত মাতাল,
ভালবাসা সেখানে অর্থহীন।
শত প্রাণ হয় অঝরে অনায়াসে বলি,
ঝরে যাচ্ছে কত শতপুষ্পের কলি।
বল কে শুনবে সে আর্তনাদ চিৎকার?
জ্ঞানী পদতলে চাপায় বিষাক্ত মিত্রে,
ভারে গেছে চারপাশ মুখের বুলি
আমরা যেন কালের মূর্খ কলি।
প্রতিবাদের ভাষা আজ রুদ্ধ বদ্ধ
যে বলবে একটু মনের কথা তার,
তাকেই পেতে হবে দেশদ্রোহের সাজা
সে কি আপন পর বুঝে নাকি হিংস্র,
কারো সুখের ঘরে ঝরে জল অজস্র।