""অজানা পিছুটান""
"বহুবর্ষ ক্ষণে হারিয়ে আমায়
পিছনে ফেলে অতীতের পাতাখানা
বলো কি পেয়েছো?
ফেলে আসা তিথি
ফেলে আসা স্মৃতি,
সবই যেনো ঠাসা পড়ে আছে
ধুলো মাখা ডায়েরীর ভাজে।
"হৃদয়ের অন্তরালে গাঁথা
সেই চিরচেনা গান,
চুপিসারে কর্নে পৌঁছিয়ে দেয় -
তোমার শীতল কন্ঠ।
" ধোঁয়াশায় নিঃশব্দ পদ চারণায়,
সুখের স্মৃতিরা হারিয়েছে গোপনে,
কিংবা .....
ঘোলাটে রুক্ষতায় জমা
শিশির ভেজা ঘাসে।
" ল্যাডারে থাকা আলতা রাঙ্গা
পায়ের ছাপ,
এভাবেই পিছু ডাকে
হারানো পথের বাঁকে বাঁকে
আগলে নেবে কি আমায়?
কোনো এক -
অজানা পিছুটানে!....🥀
লেখিকা:মায়াবী( ছদ্মনাম)✍🏻