""অপমৃত্যু""
"গভীর রাতে
নীরবতায় ছেয়ে থাকা
জনমানবশূন্য গৃহে -
শয্যারত রয়ে আছে
আমার নিথর দেহখানা।
দক্ষিণা দেওয়ালে
ঝুলে থাকা দেয়ালঘড়ির
টিক টিক করা শব্দ
জানান দিচ্ছে,
নিজেকে আজ মনে হচ্ছে
যেনো -
শুকনো মরুভূমির
দগ্ধ, তপ্ত বালুরাশির
উপর -
পাড়ি দিচ্ছি ;
সহস্র মাইল পথ।
"তৃষ্ণার্ত কন্ঠে ,
চাতকের ন্যায় দৃষ্টিতে
ছুটে চলেছি মরীচিকার পিছনে।
কিন্তু _
ব্যর্থ স্বপ্নরা ডুবে যায়,
অনন্ত ,অনীল ;
আঁধার সূর্যে।
দম হারায় ,
সুপ্ত বাসনা
মরুভূমির চোরাবালির তলে!....💔🥀
লেখিকা:মায়াবী(ছদ্মনাম)✍🏻