""আয়না""
নিষ্প্রাণ গৃহের দেয়ালে
ঝুলছে একখান,
ধুলোয় মাখা অস্বচ্ছ আয়না
আয়নার চোখের পানে
তাকিয়ে দেখি -
ভেসে আছে আমারই প্রতিচ্ছবি।
ধূসর বর্ণের আয়নার প্রলেপটায়
লেগে আছে ,
অজস্র মাকড়সার জাল।
হাত বাড়িয়ে দেখি -
বোবা আয়নার চোরা চাহনি,
লুকাতে চায় কিছু
খুচরো গল্প।
যে গল্প....
আমি কাদলে, সে হাসে না
আপন হয়ে ,জড়িয়ে রাখে
স্নেহের চাদরে।
রাতের তীব্র আলোয়
তার কপটতার বঞ্চনা,
যেনো দেখিয়ে যায়
জীবনে হারজিতের খেলা!....🥀
লেখিকা: মায়াবী( ছদ্মনাম)✍🏻