""ছোট্ট অতিথি পাখি ""

"কোনো এক কুয়াশাচ্ছন্ন বিকেলে
সে এসেছিল -
শৈত্যের অতিথি ফুল হয়ে
ঠোঁটে করে ,
এক টুকরো আকাশ নিয়ে।

"হৃদয় ভেজা গোলাপের পাঁপড়ির বেশে,
অন্তরাল রাঙিয়ে
এক স্নিগ্ধ ভোর জাগাতে।

"সে এসেছিল -
ভোরের সিক্ত শিশির কণায়
ভেজা নব্য বুনো ঘাসফুল হয়ে ,
কবিতার অভিমানী ঠোঁট বেয়ে।

"ক্লান্তি হেমন্তের মেঘাচ্ছন্ন ভোরে
দলবদ্ধ ঢিকিপানচিলের রূপে -
পরিযায়ী হয়ে হারিয়ে গেছে
বিস্তৃত নীলিমা গগনে!....🤍🥀

লেখিকা:মায়াবী( ছদ্মনাম)✍🏻