""কোনো আগন্তুক ""
" পেয়েছ কি কভু
বেনামি চিঠি -
এসেছে কি কোনো
আগন্তুকের বার্তা।
"জানালার কার্নিশে
দুরসীমানায় ডানা ঝাপটানো
শঙ্খচিলটা ও -
যেনো আমায় চেনে।
আমার হয়ে বার্তা
পৌঁছিয়ে দেয়
সহস্র মাইল পথ পেরিয়ে
তোমার দুয়ারে।
"তুমি ছুঁয়েছো কি কভু ?
শিশির ভেজা দূর্বাঘাস,
নিয়েছো কি ঘ্রাণ
চিঠির ভাজে থাকা
বেলি ফুলের সুবাস।
"টলমল করা শিশিররা
সাক্ষী -
আমার গভীর স্পর্শের।
নীলকাশে ভীড় করা
কালো মেঘেরা,
হয়তো আমায় চেনে।
তাইতো ....
বৃষ্টি হয়ে
ছুঁয়ে দিতে চায়,
তোমার হৃদয়ের অন্তরাল্য!....🖤🥀
লেখিকা: মায়াবী ( ছদ্মনাম)✍🏻