দূরে দূরে দিন, দূরে দূরে যাক,
ক্লান্ত পিপাসায়, সব ভুলে যাক,
তবু যেন তার ভালোবাসার জোয়ার,
শুষে নিতে চায়, ভালোবাসা তার।
পিপাসা বহু দিনের, পিপাসা হেরে যায়,
ঝর ঝর তার ভালোবাসার ঝর্ণায়,
বন্যা বয়ে যায় সূর্যস্নানে,
সূর্য নিভে যায়, ভালোবাসার টানে।
দূরে দূরে দিন, দূরে দূরে যাক,
ভালোবাসার নদী, সাগরে মিশে যাক,
বহু পথ হেঁটে ক্লান্ত পিপাসা,
হেরে যাবে না, তার ভালোবাসা।
শাস্তি হবে নাকি শান্তি পাবে?
ভালোবাসার পিপাসু ছেড়ে যাবে,
ছেড়ে যাবে সব বাধা-বিপত্তি,
জিতবে পিপাসু, যদি হয় ভালোবাসা সত্যি।