চুপি চুপি রাত,
হুঁ হুঁ ডাকা বাতাসের স্রোত,
শীতে ভেজা শরীরে,
বারান্দার রেলিং ধরে,
দেখছে সে জোনাকি,
তখনও সারারাত বাকি,
কখনও কফির আবদারে,
আনমনে সুর ধরে,
কখনও গভীর অনুরাগে,
বালিশ ছেড়ে রাত জাগে,
টিপ-আলতার ভিড় ছেড়ে,
চুড়ির শব্দে ঝুম পড়ে,
এই কড়া নাড়ল বুঝি.............