জীবন চিত্র আঁকতে আজ
শত রঙের সমাবেশ,
রংগুলো কোথায় যেন হারিয়ে গেছে।
কালো ব্যাকগ্রাউন্ডের উপর
সাদা রঙের ছিঁটে-ফোঁটা ।
নীল? নীল রঙে যদি
আকাশ নেমে আসে?
তবে ধূসর? যদি সেই
আকাশে বৃষ্টি নেমে আসে?
তবে সবুজ? নাকি হলুদ?
সবুজে দাঁড়িয়ে থেকে তিক্ত-পরিত্যক্ত
জীবনের ইতিহাস আজ বৃদ্ধ,
হলদে সূর্য, মরচে পড়েছে।
শেষে কি তবে ধূসর?
ধূসর মানেই তো আকাশ
ভেঙে কান্না, বৃষ্টি আর বন্যা,
ধুয়ে নিয়ে যাবে কালো ব্যাকগ্রাউন্ড,
নতুন ব্যাকগ্রাউন্ডে আঁকা হবে জীবন চিত্র,
হয়তো সেদিন সব রঙ হবে কালো ..........