হেরে গেছে, হেরে গেছে
যত গোছানো সুখ,
হেরে গেছে, হেরে গেছে,
শত রাতের ঘুম।
হেরে যাব বলে, শত বাধা পেরিয়ে,
এতটা পথের নেশা ছাড়িয়ে,
সকাল যেন না আসে,
তারই প্রার্থনা।
আর এভাবেই হেরে যাওয়া,
হেরে যাওয়া পথের আগমনে,
সকাল এসে ভেঙ্গে দেয় ঘুম,
হেরে যেতে বলে,
পিছে ফেলে স্বপ্ন ঝুম।
পিছু যত টান, হেরে যাওয়া গান,
সবই হেরে গেছে,
আজ তাই মাথা নত করে,
চলার পথটা বিপরীতে।