কোলাহল ভরা শহরে,
অ্যালকোহলিক জীবন যাপনের মোহ,
নেশা ভরা চোখ আজ,
নিদ্রায় যেতে বড় ইচ্ছে।
চারিদিকে ধোঁয়া,
ধোঁয়ায় ধোয়া শরীর,
ল্যাম্পপোস্টের নিচে আজ আলো নেই,
আছে নীল ধোঁয়ার আলো।
অ্যালকোহল রঙের মাটি,
গাঁজায় ভরা মাঠ,
পড়ে আছে নিকোটিনের পাতা,
চোখে যে আজ ধোঁয়া।