আমি আকাশ ছুঁয়ে বলব না,
আর বাতাস ছুঁয়ে কিছু কথা,
গোপনে সব কল্পনা,
শেষ হবে তবু জানবে না।
কল্পনা জুড়ে ভালবাসা,
আল্পনা ভরে শত আশা,
শেষ হবে তবু বলব না,
বাতাস ছুঁয়ে সব কথা।
অর্থহীন কেন বল না,
মেঘের ছলে বৃষ্টি না,
শীতের রোদে শিশির আঁকা,
গোপনে সব বকাঝকা।
অভিমান সব পাশে রেখে,
কি হবে আর তারা দেখে,
দিনগুলো সব প্রান্তরে,
ভাবনা সব অগোচরে।
আমি আকাশ ছুঁয়ে বলব না,
বাতাস ছুঁয়ে সব কথা,
রয়ে যাবে সব অন্তরে,
বৃষ্টি হয়ে যদি ঝরে।
সমার্থক কিংবা বিপরীতে,
চলে গেছে সব নীল স্রোতে,
মিশে যাব না বলে,
দেখে যেও সময় পেলে।
আমি আকাশ ছুঁয়ে বলব না,
আর বাতাস ছুঁয়ে সব কথা,
রয়ে যাবে অগোচরে,
বৃষ্টি হয়ে যদি ঝরে।