আমরা দুজন দুই শহরে গভীর রাতে -
একলা ঘরে নিজেই নিজের সঙ্গ খুঁজি,
ব্যস্ত জীবন ছুটছে যেন রুদ্ধশ্বাসে
আমিই এখন আমার মাঝে নিখোঁজ বুঝি।
নিয়ন আলোয় মায়াবী খেলা রাস্তা জুড়ে
রাতজাগা চাঁদ আমার সাথে বন্ধু পাতায়,
মনের কোণে বেহালা বাজে করুণ সুরে
তোমার মনেও আমার স্মৃতি উঁকি দিয়ে যায়।
জানলা পাশে কফির কাপে ছোট্ট চুমুক
ক্লান্ত শরীর চেয়ারে তুমি এলিয়ে দিলে,
ঘুমন্ত ঐ শহর ভিজুক আজ সারারাত
যেমন ভেজে তোমার দুচোখ রাত্রি এলে।
দিনের শেষে তোমার কাছে গল্প শোনা,
আমার কথা তোমায় বলা এখনো বাকি -
আমরা যেন একটি নদীর দুই পাড়েতে
দূরত্বকে শূণ্য করার আশায় থাকি।
আচ্ছা যদি দুই শহরও পড়তো প্রেমে -
পারতো তারা থাকতে ছেড়ে পরস্পরে?
তখন কিন্তু আমরা দুজন একসাথেতেই
মিলিয়ে দিত শহর দুটো এক শহরে।
সায়নদীপ