মুখগুলো আজ ঢেকে আছে কালো আঁধারে
স্রষ্টার ঘরে মাকড়ের জাল পাতা,
সূর্য নিভেছে দানবীয় ফুৎকারে
মনুষ্যত্ব বিকিয়েছে তার মাথা।

চেনা মুখগুলো বিবর্তনের পথে
অচেনা আলোয় ক্ষীণ হয়ে আসে চোখ,
জনসমুদ্রে হেঁটে যাও তবু একা
খুঁজে যাও শুধু মানুষের মত লোক।