ভিজছে শহর          অঝোরধারে,
খাঁচার ঘরে            দিয়ে ফাঁকি -
উড়ছে পাখি           অচীনপুরে,
হৃদয় জুড়ে            আবেগ ভাসে,
নিরুদ্দেশে             দিচ্ছি পাড়ি
মেঘের বাড়ি          তোমার সাথে।

শ্রাবণ মাসে           বৃষ্টি নামে,
বন্ধ খামে             জমানো ব্যাথা -
মনের কথা           গুছিয়ে লিখি
তোমায় চিঠি,        স্মৃতির ভাঁজে
সকল কাজে          তোমায় খুঁজি।

'অবুঝ' বুঝি        ‌‌‌   বলবে তুমি,
তবুও আমি     ‌‌‌‌‌‌      স্বপ্ন সাজাই,
তোমাকে চাই         নিজের করে -
সোহাগ ভরে          ডাকব কাছে।

মনের মাঝে           বৃষ্টি ঝরে,
সেই আদরে           হচ্ছি স্নাত -
তোমার মত,          হৃদয়বাসী,
ভালবাসি,             ভালবাসি।


সায়নদীপ