তোমার কৃষ্টি অবাক করেছে আমায়,
ধর্মের নাগপাশ থেকে মুক্ত করতে চাওনি
তুমি মানবজীবনকে, বরং মিলিয়ে দিয়েছ
মানুষের সাথে ধর্ম। সেই মানবধর্মের পরশে
শান্ত হয়েছে তরবারি, নবজীবন লাভ করেছে
হারিয়ে যাওয়া মনুষ্যত্ব। কলিঙ্গ যুদ্ধের ক্ষত -
আজও কি নাড়া দেয় তোমায়?
তুমি কি আজও শুনতে পাও হাজার হাজার পিতৃহারা
বুভুক্ষু শিশুর ক্রন্দন, রাতের অন্ধকারের নিস্তব্ধতাকে
ছিন্নভিন্ন করে জানায় মানবতার কাতর আবেদন।
দুই সহস্র বছর আগে শান্তির বাণী শুনিয়েছিলে বিশ্ববাসীকে
হে মানবপ্রেমিক, ঠিক তেমনি করে তুমি ছড়িয়ে দাও আবার
তোমার মানবতাবাদী ধর্মের বাণী, সিংহল থেকে সিরিয়ায়,
সুমাত্রা থেকে প্যালেস্তাইনে, বলিদ্বীপ থেকে আফ্রিকায়।
ফিরে এসো ধর্মাশোক,
এই বসুন্ধরা আজ প্রহর গুনছে তোমার অপেক্ষায়।
সায়নদীপ