রিকশা ভাড়া নেই তো আমার
পায়ে হেটে যাই।
আটাশ চালের ভাত ছাড়িয়া
খুদি চাউল খাই।

দিনে দিনে বাড়ছে দেনা,
নিত্যপণ্য যায় না কেনা।
পেটের দায়ে ঘুরি ফিরি,
কর্ম খালি নাই।

ক্ষুদার জ্বালায় ভুগছে শিশু,
হাড়ি খালি ভাই।
রোগে-শোকে ধুকছে সবাই,
ওষুধ নাহি পাই।


নিজের কাছে নিজেই বোঝা,
নিজের ছবি যায় না চেনা।
পত্রিকাতে দেখি শুধুই
গরীব মানুষ নাই।

সন্ধ্যা হলেই শুনি শুধু,
বাড়ছে মাথাপিছু আয়।
আমার পকেট খালিই রইল,
টাকা কোথায় যায়?