আমি লজ্জিত,
ছাত্র-ছাত্রীরা এতটা নির্লজ্জ হয়?
হয়তো কেউ ভাবেনি।
বলো কিসের আশায়?
দেহের রক্ত আজ মুখোমুখি।

ব্রিটিশ-পাক হতে মুক্তি পেতে,
ছিল যারা অভিন্ন।
স্বাধীনতার চেয়ে পরাধীন ই ভালো,
যদি হয়ে যায় ভিন্ন।

মোহ একদিন ভেংগে যাবে,
থাকবে না তোর দল।
নিজের কর্মে নিজেই মলিন,
হারাবি দেহ-মনোবল।

বেলা শেষে ভাববি একদিন,
প্রজন্মের বেকারত্ব দেখে।
ছেলে-নাতি ভোগবে সবাই,
কোটার পায়ে পিষে।

স্বাধিকারে হও সবাই এক,
ছাত্র পরিচয়ে।
মেধাকে আজ জাগিয়ে তুলো,
নয়তো যাবে ঝরে।