ক্ষণে ক্ষণে আমি মৃত্যুকে খুজি,
দেয় না তো সে ধরা।
দেহ হইলো যন্ত্রণার মেশিন,
জীবনটা হলো খরা।
মৃত্যু বড়ই আজব সে তো,
অনিয়মের বেড়াজাল।
কখন কাকে ছুয়ে দেয় সে,
নিয়মের বড়ই আকাল।
সাধে-সাধ্যে মিলিয়ে কভু,
হয় না পরিপূর্ণ।
অসময়ের ঢেউ, বুঝবে না কেউ,
মৃত্যুই করবে চূর্ন।
হাজার জনম বাঁচিবার আশা,
শৈশবে বিদায় কেহ।
মৃত্যু চূড়ায় দাড়িয়ে আছে,
শত জনমের দেহ।
মৃত্যুকে আপনা, করিয়া জপনা,
মানে না জাত-কূল।
মৃত্যু সে তো অনিয়মে চলে,
ভেংগে দিবে সব ভূল।