চারিদিকে ঘোর অন্ধকার,
নাহি শক্তি পিছু ফিরিবার।
বজ্রপাতের বিকট আওয়াজ,
আমার তরী মহাসমুদ্রে।
চারিদিকে ঘোর অন্ধকার,
এতটুকু আলোর আশায়।
নোংগর খুলে, পাল তুলে,
আমি মাঝি হয়ে চলছি,
একটি প্রভাতের আশায়।
হিম বায়ু বহে, আমি খালি গায়,
আমাবস্যার আকাশ, কোথাও কেহ নেই।
ক্লান্ত আমি, বড়ই পরিশ্রান্ত,
ঘুম ঘুম নয়নে চলছে আমার নায়।
একটি প্রভাতের আশায়।।
জীবনের তরী, হয়তো তীর পাবি,
সময়ের অপেক্ষায়,
চারিদিকে অন্ধকারে ছুটে চলি
রংধনু রাংঙানো,
একটি প্রভাতের আশায়।