ছায়াকে বড়ই ভালবাসিয়াছি,
যে অবিকল একটি লাশ।
তবুও তার বিচরণ খুঁজি,
মস্তিষ্কে করে বাস।
দীর্ঘকায় গড়ন খানি,
মায়ায় ভরা মুখ।
হলুদ বরণ গায়ের রং তার,
গাঢ় নীলাভ চোখ।
দেহ খানি তার মোড়কে বাধা,
নিঃশব্দ চলাচল।
বিরহের চাদরে মোড়ানো ছায়া,
দৃঢ় তার মনোবল।
ইচ্ছে করে ছায়াটাকে ছুয়ে,
নিজের গায়ে মাখি।
ছায়ার পিছু ঘুরে আমার,
শূন্যতায় দুটি আঁখি।