চুপ থাকতে পারি না বাবু,
হামিও তো মানুষ।
তোমরা না হয় বিদ্যে জানা,
কোর্ট-টাইয়ে সন্তুষ।
তোমরা বাপু নেতা মানুষ,
ওঠো কলের গাড়ি।
বিলেত ফেরত শিক্ষা তোমার,
গড়ো শুধু আকাশ ছোয়া বাড়ি।
হামরা বাপু ক্ষেতি কিষান,
আদম-হাওয়ার অংশ।
বিলেত বাবুর মতবাদে,
তোমরা বানরের বংশ।
বানর জাতি বন্য প্রাণী,
কোটি বর্ষ পূর্ণ।
আদম সন্তান হামরা সবাই,
মানুষ হিসেবেই ধন্য।