বিশ্ব শান্তুি প্রতিষ্ঠার প্রতিনিধি হয়ে
গিয়েছিলে বীর বেশে।
নিজের দেশের ভালবাসা ছড়িয়েছ
সুদূর প্রবাসে।
ভাগ্যদোষে পুড়ল কপাল,
ঝড়ল তাজা প্রাণ।
তবুও বলব তুমিই বীর
তুমিই অম্লান।
তোমার জন্য কাদছে শিশু
কাদছে স্ত্রী, বাবা মা,
বিশ্বের তরে বিলিয়েছ শান্তি
তুমিই তো মহান।
নিজের ঘরটা আজ অন্ধকারে
তুমি শায়িত চির নিদ্রায়,
জাতিকে শিখিয়েছ ত্যাগের মহীমা
হে বীর স্যালুট তোমায়।।