আমি কবি হতে চাই না,
শোষণের বিরুদ্ধে লিখিতে না পারিলে।
কি হবে লিখে?
বজ্র কন্ঠে আবৃত্তি না করিলে।
আমি কবি হতে চাই না,
শোষিতের চিত্র না ফুটাতে পারিলে।
কি হবে এ জ্ঞান?
আমাকে তোমাকে না বুঝিতে পারিলে।
আমি কবি হতে চাই না,
বাংগালী-বাংগালী ভেদাভেদ ভুলিতে না পারিলে।
কি হবে স্বাধীন পরিচয়ে?
স্বাধীনতার সুখে সাম্য না থাকিলে।
আমি কবি হতে চাই না,
কর্মে-মর্মে ব্যবধান তুলে ধরতে না পারিলে।
কি হবে বিদ্যা দিয়ে?
কোটার যাতা কলে পিষিলে।