ভোটের খেলা
সাইয়িদ রফিকুল হক

ভোটের খেলা খেলবি নাকি আয়রে রাজাকার,
তোদের বাপে একাত্তরে করেছিল ম্যাসাকার।
তোরাও বুঝি করতে চাচ্ছিস আবার হায়নাগিরি,
এবার কিন্তু বীর-বাঙালি আছে ভীষণ তৈরি।

আর কতকাল করবি তোরা এমন করে ভণ্ডামি?
ভোটের বাক্স ভরবে বুঝি তোদের ভীষণ গুণ্ডামি?
ভোটের বাক্স খালি দেখে মানুষ-মারার ফন্দি!
বীর-বাঙালি এবার তোদের করবে ধরে বন্দি।

দেশের শত্রু চিনছে জাতি আর কি আছে ভয়?
রাজাকারদের সকল দম্ভ হবে এবার ক্ষয়।
ভোটের খেলা খেলবি নাকি আয়রে রাজাকার,
সব বাঙালির আছে মনে তোদের ম্যাসাকার।


সাইয়িদ রফিকুল হক
১৩/১২/২০১৮