স্বার্থপর-মন
সাইয়িদ রফিকুল হক
জাহান্নামের আগুন যদি
জ্বলে কারও বুকে,
তোমার মতো আলগা-হাসি
থাকবে কারও মুখে?
নিজের সুখে ডুবে আছো
তাইতো বোঝো ফুর্তি,
আমার মতো কষ্ট পেলে
ধরতে অগ্নিমূর্তি!
স্বার্থপরের মনটা যাহার
বুঝবে লোকের দুঃখ?
এদের কাছে নিজের সুখটাই
সবার আগে মুখ্য!
জাহান্নামের চিতায় বসে
হাসি কত সুখে,
তবুও দেখি কাব্য ফোটে
আমার সাদা-মুখে!
পরের ভালো চাইতে হলে
ছাড়তে হবে স্বার্থপরের মন,
দেখবে তখন বিশ্বজুড়ে
বাড়ছে কেমন ভালোবাসার জন!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৭/২০১৮