নির্বাচনের ডামাডোলে
সাইয়িদ রফিকুল হক

নির্বাচনের ডামাডোলে
খাচ্ছে লোভী ডিগবাজি,
এরা সবাই টাকার কুমির
কেউ বা আবার হাজি!

অনেকজনের ডিগ্রী আছে
বিদেশ থেকে আনা,
এমন সুধীর নামটা নেওয়া
ভীষণরকম মানা!

অর্থলোভে অনেকজনই
হচ্ছে ভীষণ পাগল,
এরা এখন খাচ্ছে সবই
যেন আস্ত ছাগল!

লোভের আগুন বাড়ছে বেশি
পুড়ছে কারও মন,
এতো টাকার পরও দেখি
চাচ্ছে আরও ধন!

মানুষ এখন ধনের পাগল
টাকায় নড়েচড়ে,
হুঁশ থাকে না অনেকজনের
দেখলে টাকা কড়কড়ে!

আগের মতো নেতা নাইরে
হবে দেশের সন্তান,
এখন সবাই চাচ্ছে শুধু
দখল নিতে ময়দান!

নির্বাচনের ডামাডোলে
অনেকজনই পাগল,
নিজের লোভে দিচ্ছে খুলে
দেশ-জনতার আগল।

নিজের স্বার্থে নিজের লোভে
কমছে সবার বিবেক,
রাজক্ষমতার লোভে সবাই
হইছে এখন এক!

দেশের কথা ভাবতে গিয়ে
অনেকজনই লোভী,
এদের কথায় ভুলছে নাতো
ঘরপোড়া ওই ভবী!

নির্বাচনের ডামাডোলে
ঠিক নাইরে মাথা,
ইতিহাসের পৃষ্ঠা খুলে
দিসনে কারও ব্যথা।

দেশের কথা ভেবে সবাই
হও রে মানুষ খাঁটি,
দেখবে তখন সোনা হবে
বাংলাদেশের মাটি।


সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০১৮