কালোবর্ণের কয়লাগুলো
সাইয়িদ রফিকুল হক

কয়লা ধোয়ার চেষ্টা করে
লাভ কি হবে বলো?
তারচে ভালো কয়লাগুলো
পুড়িয়ে দেই চলো।

কয়লা ধুয়ে যায় না ময়লা
কয়লা বাড়ে আরও,
কালোবর্ণের কয়লাগুলো
স্বজন নয়রে কারও।

কয়লা ছেড়ে মানুষ ধরো
এতেই মিলবে মুক্তি,
পশুগুলো চিনতে হবে
মানবে কিনা যুক্তি?

মানুষরূপী-কয়লাগুলো
খাচ্ছে জাতির মাথা,
ওদের জ্বালায় সব মানুষের
হৃদকমলে ব্যথা।

কয়লাগুলো জ্বালিয়ে দাও
ঘুচবে জাতির দুঃখ,
এটাই হলো আসল কথা
বুদ্ধি ভীষণ সূক্ষ্ণ।


সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৮